
বাগেরহাটে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। পরে মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়।
জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফখরুল হাসান।
এসময় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আষাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ প্রমুখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৪টি স্টল অংশগ্রহণ করেছেন। ৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
খুলনা গেজেট/এনএম
The post বাগেরহাটে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা শুরু appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.