পটুয়াখালী প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন’ লেখা নামফলকটি খুলে নিয়েছেন বাড়ির মালিক।
এর আগে, শনিবার নামফলকের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা দেয়। অনেকে এতে বিরূপ মন্তব্যও করেন।
খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী কাজীপাড়া এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন নামের এক ব্যক্তি তার বাসার সামনে গেটে নামফলক লাগিয়েছিলেন। পটুয়াখালী চক্ষু হাসপাতালের সামনে ইলিয়াস হোসেনের বাসভবন (হোল্ডিং নং-০৮০০৪-০০৯৭-০০)।
আর বাসার সামনে ঢোকার গেটে লাগানো ছিল একটি নামফলক, তাতে লেখা ছিল, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের-২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন।’ এতে নিচে ঠিকানা লেখা ছিল— ‘কাজী পাড়া, পটুয়াখালী।’
ইলিয়াসের মেয়ে নুসরাত জাহান স্বপ্না পটুয়াখালী থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। নুসরাত জাহান স্বপ্না পটুয়াখালী মহিলা কলেজের উচ্চমাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
নামফলকের এই ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উপহাস করে লেখেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের কোন সহযোদ্ধোর বাসভবন এটা পটুয়াখালীবাসী জানতে চায়?’ আরেকজন লেখেন, ‘আমাদের এলাকায় এই রকম একজন বিখ্যাত ব্যক্তির বাসভবন, তা না জানায় আমার অপরাধ কি জাতি মেনে নিবে?’
এ ব্যাপারে ইলিয়াস হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী ও মেয়ে আন্দোলনে অংশগ্রহণ করছিল। তিনি কোনো কিছু পাওয়ার জন্য করে নাই।
আমি আগেই আমার স্বামীকে নিষেধ করছিলাম যে এটা লাগানো ঠিক হবে না, মানুষে হাসাহাসি করবে। কিন্তু তিনি তার ভালো লাগার জায়গা থেকেই এই কাজটা করছে।’
এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, ‘আমি ও আমার মেয়েও এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। আন্দোলনের সফলতার পর ভালো লাগা থেকেই বাসার সামনে নামফলকটি টাঙিয়ে ছিলাম। গত ৫ আগস্টের পর এটি টাঙাই। কিন্তু আজ দেখি ছবিটি ভাইরাল হইছে। পরে সেটা খুলে ফেলেছি।’
The post সমালোচনার মুখে খুলে ফেললেন সেই নামফলক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.