শুক্রবার (৭ মার্চ) রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই রিপনের নেতৃত্বে এক অভিযানে ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অর্ণব রহমান কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বাবা দিপু চেয়ারম্যান, যিনি আওয়ামী লীগের নেতা, কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই কিশোর গ্যাং এলাকায় মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। পুলিশি অভিযানে গ্যাংয়ের মূল হোতা গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শনিবার দুপুরে (ওসি) বলেন, “অর্ণব রহমানসহ তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং নিধনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” উল্ল্যেখ্য, ময়মনসিংহে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি চালাচ্ছে। গত কয়েক মাসে শহরের বিভিন্ন স্থানে কিশোর অপরাধীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ।
The post আওয়ামীলীগ নেতার ছেলে কিশোর গ্যাং প্রধান অর্ণব পুলিশের হাতে গ্রেফতার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.