
প্রযুক্তি ব্র্যান্ড লেনোভো বাজারে নিয়ে এসেছে নতুন ল্যাপটপ আইডিয়া প্যাড স্লিম ৩আই। একই সাথে রমজান উপলক্ষ্যে ইন্টেল প্রসেসর যুক্ত লেনোভো’র যেকোনো ল্যাপটপ, বিশেষ করে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ৩আই (83EM007FLK) কিনলে ক্রেতারা পাচ্ছেন বিশেষ মূল্য ছাড় সাথে নির্দিষ্ট মূল্যের স্বপ্ন ভাউচার।
লেনোভোর নতুন এই ডিভাইসটি ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর দ্বারা চালিত। ল্যাপটপটিতে রয়েছে ৪.৬ গিগাহার্জ …