আসর বসেছিল চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের দোতলায়। ‘লীলাবতীর মৃত্যু’ গল্পটির পাঠ উপস্থাপনের একপর্যায়ে গলাটা ধরে এল বন্ধু নাফিজা আনজুমের। পাঠ যত এগুচ্ছে, তাঁর চোখের জল আর কান্নাভেজা কণ্ঠটাও তত স্পষ্ট হচ্ছে। শেষের দিকে দ্রুতই পাঠ শেষ করে কান্নার দমক আড়াল করতে টেবিল ছেড়ে ওঠে গেল সে পাঠাগারের এক কোনায়। তাঁকে সামলাতে সঙ্গে গেল বন্ধু মাসরুফা।