মেঘ সরে উঁকি দিল একমুঠো সোনাঝরা রোদ্দুর,
ফিরে এল পাখিরা আবার কণ্ঠে নিয়ে গানের সুর।
বৃষ্টি শেষে সেজে ওঠে আকাশ নীলাম্বরী শাড়ি পরে,
আঁচলতলে তার নকশা আঁকে সাদা মেঘ ওই আকাশপারে।
সকল সংবাদের সমাহর
মেঘ সরে উঁকি দিল একমুঠো সোনাঝরা রোদ্দুর,
ফিরে এল পাখিরা আবার কণ্ঠে নিয়ে গানের সুর।
বৃষ্টি শেষে সেজে ওঠে আকাশ নীলাম্বরী শাড়ি পরে,
আঁচলতলে তার নকশা আঁকে সাদা মেঘ ওই আকাশপারে।