
ময়মনসিংহ সিটি কর্পোরেশনর ২৭নং ওয়ার্ডের আকুয়া মড়লপাড়া খালপাড় কালভার্টের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের বয়স ২০ থেকে ২২ বছর আনুমানিক । রবিবার বিকাল পৌনে পাঁচটার দিকে লাশটি স্থানীয়দের নজরে এলে কোতোয়ালি পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে যান এবং লাশের সুরতহাল ও মরদেহ সনাক্তকরণে অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে। কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল বলেন, লাশ সনাক্ত করনে পুলিশের চেষ্টা চলমান।
পিটিআইয়ের পুলিশ পরিদর্শক প্রদীপ গোস্বামী জানান, নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়েছে।
তার নাম মোঃ রবিন মিয়া। তার বাড়ি ত্রিশালের বালিপাড়ার বিয়ারা গ্রামে। তার পিতার নাম শফিকুল ইসলাম। তিনি পেশায় একজন অটো চালক বলেও পুলিশ দাবি করেন। তিনি নগরীর হাজি কাশেম আলী কলেজের পিছনে বসবাস করতেন।
The post ময়মনসিংহের আকুয়া খালপাড়ে অটোচালক রবিনের লাশ উদ্ধার appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.