
সুন্দরবনের শিবসা নদীতে ২৫ কেজি হরিণের মাংসসহ ৫ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১২ মার্চ) বিকাল ৪ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি আউটপোস্ট নলিয়ান সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ৫ জন হরিণ শিকারীকে আটক করা হয়।
আটককৃত হরিণ শিকারীরা হলেন, খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) ও মোঃ মামুন (৩৫)।
বুধবার রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এমএম
The post সুন্দরবনের শিবসা নদীতে হরিণের মাংস সহ আটক ৫ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.