10:04 am, Thursday, 23 January 2025

মাদককারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

মাদককারবারে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মাদককারবারিরা। পরে অভিযান চালিয়ে মাদকসহ মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও তার ভাই জাকিরুল আলম (৩৯)।

আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম বলেন, আমার বাড়ির পাশে রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া মাদককারবারি রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সরদার এলাকায় মাদক বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। এসব কাজে বাধা দেওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়।

তিনি বলেন, রাতে গৈলা বাজারে দোকানে বসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল পেছন থেকে আমার ওপর হামলা করে এবং পিটিয়ে আমার পা ভেঙে দেয়।

আমাকে হাসপাতালে নেওয়ার সময় আবার হামলা করে। আমার ভাই সেনা সদস্য (এলপিআর) জাকিরুল ইসলাম আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে তারা।

আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার একজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

The post মাদককারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.

Tag :

মাদককারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত

Update Time : 03:10:22 pm, Monday, 30 September 2024

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

মাদককারবারে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মাদককারবারিরা। পরে অভিযান চালিয়ে মাদকসহ মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও তার ভাই জাকিরুল আলম (৩৯)।

আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম বলেন, আমার বাড়ির পাশে রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া মাদককারবারি রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সরদার এলাকায় মাদক বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। এসব কাজে বাধা দেওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়।

তিনি বলেন, রাতে গৈলা বাজারে দোকানে বসে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম। এ সময় রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল পেছন থেকে আমার ওপর হামলা করে এবং পিটিয়ে আমার পা ভেঙে দেয়।

আমাকে হাসপাতালে নেওয়ার সময় আবার হামলা করে। আমার ভাই সেনা সদস্য (এলপিআর) জাকিরুল ইসলাম আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে তারা।

আগৈলঝাড়া থানার ওসি মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার একজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

The post মাদককারবারিদের হামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য আহত appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.