
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (৩০ সেপ্টেম্বর) কুশখালীর ছয়ঘরিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার কুরশাইল গ্রামের নকুল বাড়ইয়ের ছেলে বিকাশ বাড়ই (৫৫), তার স্ত্রী প্রভাতী বাড়ই (৫০) ও বিষন বাড়ই এর স্ত্রী হুরবা বাড়ই (২০)।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুশখালী বিওপির নায়েব সুবেদার মো. সেলিম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কুশখালী সীমান্তের ছয়ঘরিয়া নামক স্থান থেকে তাদের আটক করে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেছে।
আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে
The post অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে তিনজন আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.