
ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরের এই প্রথম কোন ক্রীড়া সংগঠক খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে।একারণে বিরামপুরের ফুটবল খেলোয়াড়গণ ও ক্রীড়া প্রেমী অনেক প্রবীণ ব্যক্তি ও ফুটবলাররা আনন্দীত।ইতিমধ্যেই শাইখ স্পোর্টস ফুটবল দলটি উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনে ব্যাপক বিস্তৃতি এবং পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে।
খেলার প্রতি সবসময় উৎসাহ প্রদানের পাশাপাশি বিভিন্ন সময় গেট টুগেদারের আয়োজন করে ফুটবল খেলোয়াড়দের ঐক্যবদ্ধ রাখতে সহোযোগিতা করে যাচ্ছে শাইখ স্পোর্টস।
শুক্রবার (১৪) মার্চ) সন্ধ্যা ৭ টায় বিরামপুর পৌরশহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন শাইখ স্পোর্টস এর কার্যালয়ে শাইখ স্পোর্টস ফুটবল খেলোয়াড়দের মাঝে ঈদ উপহার একটি করে পাঞ্জাবি প্রদান করা হয়েছে।
এসময় ২০ জন খেলোয়াড়দের মাঝে ঈদ উপহার তুলে দেন শাইখ স্পোর্টস এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন। এসময় উপস্থিত ছিলেন ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাবের হয়ে খেলে থাকেন বিরামপুরের সন্তান অমিত হাসান। ঈদ উপহার পেয়ে আনন্দে অশ্রুশিক্ত হয়ে পরেন ফুটবল খেলোয়াড় গণ। তাঁরা বলেন, এপর্যন্ত এভাবে কেউই কোন দিন আমাদের পাশে দাঁড়ায়নি।
বিরামপুরের ফুটবলের দুঃসময়ে দুর্দিনে পাশে এসে দাঁড়িয়ে খুব অল্প সময়ে ১০ টি টুর্নামেন্টে অংশগ্রহণ করে শাইখ স্পোর্টস ফুটবল দল।এর মধ্যে ৩ টি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাইখ স্পোর্টস ফুটবল দল।
বিরামপুর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ফুটবল এর পাশাপাশি ভলিবল টুর্নামেন্ট, শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি২০ টুর্নামেন্টের আয়োজন করেন। এছাড়াও আজ বিকেলে বিরামপুর প্রিমিয়ার লীগ -২০২৫ (সিজন -৮) শাইখ স্পোর্টস বিপিএল এর খেলোয়াড় বন্টন অনুষ্ঠিত হয়।
বিরামপুর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শাইখ স্পোর্টস এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন এর অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন প্রবীণ খেলোয়াড় ও কবি রফিকুল ইসলাম।
শাইখ স্পোর্টস এর স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন বলেন,আমার রক্তে রয়েছে খেলাধুলা, আমার পরিবারের সকলেই খেলা প্রেমী, আমার ছেলেও খেলা প্রেমী।
বিরামপুর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তার নামে এ শাইখ স্পোর্টস এর উৎপত্তি। সামনে ঈদুল ফিতর উপলক্ষে খেলোয়াড়দের উৎসাহ প্রদানের লক্ষ্যে আজকে তাঁদের মাঝে এই ঈদ উপহার প্রদান করা হয়।