নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের শরিফুল ইসলাম (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্য শরিফুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের সাইফার রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট এলাকায় এক দোকানের সামনে একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে ইউপি সদস্য শরিফুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার এক হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় ও মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান,‘এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা গেজেট/এনএম
The post নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024