
খবর পয়ে পলাশবাড়ীর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে নিহতের স্ত্রী মৌ কে থানা হেফজতে নিয়ে আসেন।
স্থানীয়রা জানান, লামিয়ার পরিবার পারিবারিক ভাবে ২ বছর আগে বিবাহ হয় সেখানে তার ৯ মাসের একটা ছেলে আছে। নবীনগরে থাকাকালীন দের বছর আগে নিজ স্বামীর বন্ধু হুদয়ের সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে যান স্ত্রী লামিয়া (১৭)।
গার্মেন্টস কর্মী হৃদয় ও লামিয়া দুজনেই নবীনগর বাইপেলে একটি গার্মেন্টস কারখানায় চাকরী করতো। সেখানেই তাদের প্রেমের সম্পর্ক তৈরী হয়। আগের স্বামীকে তালাক না দিয়েই মার্চের ৫ তারিখে নবীনগর থেকে পালিয়ে এসে পলাশবাড়ী হৃদয়ের বাড়ীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
লামিয়ার বাড়ি খুলনা জেলার তেরখোদা উপজেলার জয়ঘোনা গ্রামের ফায়েকুরজ্জামানের মেয়ে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়েছে, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট না করেই দাফনের করবে তার পরিবার।