
যশোরের বেনাপোলে প্রায় কোটি টাকার ট্রাক বোঝাই অবৈধ পলিথিনসহ রেহান (২৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে বেনাপোল বিওপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটককৃত রেহান বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
একইদিনে কাশিপুর ও আন্দুলিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, কীটনাশক, বিভিন্ন ধরনের চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পিপি পলিথিন, ট্রাক, ভারতীয় ফেনসিডিল, কীটনাশক, বিভিন্ন প্রকার চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়েছে। যার সর্বমোট সিজার মূল্য ৮৫ লাখ ৬০ হাজার ৭০০ টাকা।
আটককৃত রেহানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এইচ
The post বেনাপোলে কোটি টাকার পলিথিনসহ কারবারী আটক appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.