
ইংলিশ ফুটবলার হামজাকে নিয়ে বাবা দেওয়ান মোরশেদ চৌধুরীর প্রতিটা কথা আদরমাখা। স্নেহের সবটুকু উজাড় করে দিলে যে অনুভূতি বেরিয়ে আসে, হামজাকে নিয়ে ঠিক সেভাবেই কথা বলেন বাবা মোরশেদ চৌধুরী। অথচ তিনি হামজার আসল বাবা নন। হামজাকে জন্ম দেননি।
হামজা একজন ক্যারিবিয়ানের সন্তান। মা রাফিয়া চৌধুরীর বিয়ে হয়েছিল একজন্য ক্যারিবিয়ানের সঙ্গে। কিন্তু সেখানে তার সংসার করা হয়নি রাফিয়া চৌধুরীর। পরে দেওয়ান মোরশেদ চৌধুরীর… বিস্তারিত