অনলাইন ডেস্ক: রাজশাহীর নিউমার্কেটে আগুন লেগেছে। শনিবার (১৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এ মার্কেটের পেছনের অংশে আগুন লাগে। এতে দেলোয়ার হোসেন নামে রাজশাহী ফায়ার সার্ভিসের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১-১২টি দোকান পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম। তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচা বাজারে আগুন লেগেছে। পৌনে ১টা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত ১টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর কেউ হতাহত হয়নি। মার্কেটের ভেতরের অংশের কোনও দোকানের ক্ষতি হয়নি। পেছনের অংশে ১১-১২টি সবজি ও মুদি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।
The post রাজশাহীর নিউমার্কেটে আগুন, এক ফায়ার ফাইটার আহত appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024