
প্রায় আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গত বৃহস্পতিবার (১৩ মার্চ) মারা যান মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার আট বছর বয়সী শিশুটি। তার বাড়িতে এখনও শোকের ছায়া।
স্থানীয় মানুষজন একদিকে যেমন শোকার্ত, অন্যদিকে বিক্ষুব্ধ হয়ে রয়েছেন। দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার জন্যও দাবি জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রতিদিন নানা মতের-দলের মানুষ এই বাড়িতে এসে শিশুটির বাবা-মাকে সান্ত্বনা দিচ্ছেন, তাদের কেউ কেউ সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন।
এদিকে রোববার (১৬ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে শিশুটির পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
পোস্টে তিনি লিখেছেন, মাগুরার শিশুর পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এ পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।
তিনি আরও লিখেছেন, ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ তা’য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদের তাওফিক দান করেন। আমিন।
এর আগে গতকাল শনিবার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান জেলার শ্রীপুর উপজেলায় শিশুটির বাড়িতে গিয়েছেন। তিনি ওই বাড়িতে গিয়ে শিশুটির মৃত্যুর ঘটনার দ্রুত বিচার চান।
The post মাগুরার সেই আছিয়ার পরিবারের দায়িত্ব নিল জামায়াত appeared first on Ctg Times.