কাঁঠাল দেখি ভাঙছে সবাই জনগণের মাথার ওপর,
ডানে–বামে সামনে–পিছে সবাই দেখি স্বার্থপর।
কেউ চাটুকার, কেউ গুণধর, কেউবা সাজে সৎ–সাধু,
ঘাপটি মেরে ভেজা বিড়াল চেটে চেটে খায় মধু।
জনগণের নাম ভাঙিয়ে চলছে সারা বিশ্বটাই,
মিষ্টি শাসন নীরব শোষণ চলছে রাজার রাজ্যটাই।
বেভুল ভুলে তাল বেতালে রাজার গতি উল্টো ধায়,
ভোগবিলাসে প্রজার কথা যায় ভুলে সব নির্দ্বিধায়।
মানবতার মুক্তিকামী আমজনতার রক্ত যায়,
আপন অধিকারের কথা প্রজায় যখন বলতে চায়।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024