
যশোরের শার্শার ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা (৫৫) বিদেশে পলায়নকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) রাতে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুর দুইটার সময় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার কবির উদ্দিন তোতা যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।
ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরটার দিকে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ টিএ
The post শার্শার সাবেক ইউপি চেয়ারম্যান তোতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.