বাগেরহাটের চিতলমারীতে জোরপূর্বক এক বৃদ্ধ কৃষকের গাছ ও বেত কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে সোমবার (১৭ মার্চ) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলার খলিশাখালী গ্রামের কৃষক অধির মজুমদার (৬৪) জানান, খলিশাখালী মৌজার এস এ ১৩ নং খতিয়ানের পাঁচটি দাগে পৈত্রিক সূত্রে পাওয়া তার মোট ২ একর ৪ শতক জমি রয়েছে। ছোট বেলা থেকেই তিনি ওই জমি ও জমির গাছপালা ভোগ করে আসছেন। রবিবার সকালে প্রতিবেশী নিরঞ্জন মন্ডল, নিপুন মন্ডল ও নৃপেন মন্ডলসহ ৫ থেকে ৬ জন লোক তার বসত বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দেয়। তিনি জীবনের ভয়ে পরিবারের লোকজন নিয়ে ঘরে অবস্থান করেন। উক্ত ব্যক্তিরা তার পুকুরের মাছ ধরে নিয়ে যায় ও বাগানের বিভিন্ন প্রকারের গাছ কেটে নেয় এবং কিছু গাছ ফেলে রেখে যায়। এ ঘটনার সুবিচার পেতে কৃষক অধির মজুমদার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নিপুন মন্ডল জানান, ওই জায়গা তার বাবা নিরঞ্জন মন্ডল খলিশাখালী গ্রামের সাধু মন্ডলের কাছ থেকে ক্রয় করেছেন। দীর্ঘ ৩০ বছর তারা ওই জমি ভোগ করতে পারেননি। এখন তাদের জায়গা তারা বুঝে নিবেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কৃষক অধির মজুমদারের অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ
The post চিতলমারীতে জোরপূর্বক কৃষকের গাছ কেটে নেওয়ার অভিযোগ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024