ইউএনওর ফেসবুক পেজ হ্যাক, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’ লিখে পোস্ট

পটুয়াখালীর গলাচিপা উপজেলার অফিসিয়াল ফেসবুক পেজ ‘UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা)’ হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
হ্যাক করার পর ওই পেজ থেকে ইউএনও মিজানুর রহমানকে নিয়ে পোস্ট দেওয়া হয়, যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে রাতেই এ ঘটনায় তিনি গলাচিপা থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং গলাচিপা অফিসার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
ইউএনও মিজানুরকে… বিস্তারিত