শিবগঞ্জ (চাঁপাই) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমার জেরে সাইফুদ্দিন ও আজিজুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুদ্দিনের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।
এতে আসবাবপত্র ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহত হন পাঁচজন। এর মধ্যে আজিজুল ও মোতাহারের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে আজিজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুদ্দিনের লোকজন হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে তিনজনকে আহত করে।
এদিকে সাইফুদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, প্রথমে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
The post শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮ appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024