লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকবিরোধী পৃথক ২টি বিশেষ অভিযানে মাদকসহ তিন যুবককে আটক করেছে লালপুর থানা পুলিশ। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ি (মধ্যপাড়া) গ্রামের আশরাফ আলীর ছেলে ইসমাইল হোসেন রান্টু (৩০), ওয়ালিয়া ফুলবাড়ি (ঘোড়ামারা) গ্রামের আইয়ুব আলীর ছেলে ইসতিয়াক খাইরুল সিয়াম (২১) ও রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রাম গ্রামের ইনছার আলীর ছেলে তানদেউল ইসলাম তুষার (২০)।
লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পানসি পাড়া গ্রামের ফাঁকা রাস্তায় একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা ট্যাবলেট সহ তানদেউল ইসলাম তুষারকে আটক করা হয়।
ওইদিন বিকাল ৫ টার দিকে উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ি গ্রামের মৃত আমিন হাজির লিচু বাগানে আরেকটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ ইসমাইল হোসেন রান্টু ও ৫০ গ্রাম শুকনো গাঁজাসহ ইসতিয়াক খাইরুল সিয়ামকে আটক করা হয়। লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।
The post লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৩ appeared first on সোনালী সংবাদ.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024