যারা মরে খেটে আজ—
ক্লান্ত দেহে ছুটে চলা নগরে।
নগরটা জেগে থাকে,
চাকাগুলো টেনে নেয় বাকহীন যন্ত্রগুলো,
জেগে থাকা নগরে রুচিহীন সংস্কৃতি—
শত বাতির ছায়াতে ঢাকা পড়ে সভ্যতা।
মানুষেরা মরে যায় যাক,
নগরটা স্থির নেই,

সকল সংবাদের সমাহর
যারা মরে খেটে আজ—
ক্লান্ত দেহে ছুটে চলা নগরে।
নগরটা জেগে থাকে,
চাকাগুলো টেনে নেয় বাকহীন যন্ত্রগুলো,
জেগে থাকা নগরে রুচিহীন সংস্কৃতি—
শত বাতির ছায়াতে ঢাকা পড়ে সভ্যতা।
মানুষেরা মরে যায় যাক,
নগরটা স্থির নেই,