
আইয়ামে জাহেলিয়াতের বাতিল জালিম অপশক্তির ধংসাত্মক গ্রাস থেকে কেয়ামত পর্যন্ত ঈমান-দ্বীন- খেলাফত- মুসলিম মিল্লাত ও সমগ্র মানবতার রক্ষায় প্রাণাধিক প্রিয়নবীর সাথে মহান মকবুল সাহাবায়ে কেরামের অসীম ত্যাগ ও আত্মউৎসর্গ এবং ইসলামের প্রতিরক্ষায় বাতিলের মোকাবিলায় প্রথম বিজয় ও সব মুমিনের ঈমান জড়িত চির অবিস্মরনীয় মহান জিহাদে বদর দিবস
বদর ওহোদে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর বিরুদ্ধে যারা ইসলামের উৎখাতের লক্ষ্যে যুদ্ধে লিপ্ত হয়েছিলো, সিফফিন কারাবালায় তারাই মুসলিম বেশে হকের দুশমন খুনি বাগী মোনাফেক মোয়াবিয়া ও কাফেরমাগদুব এজিদ চক্রের নেতৃত্বে খলিফাতুর রাসুল মাওলায়ে আলা মাওলা আলী- ইমামে আকবার ইমাম হাসান- ইমামে আকবার ইমাম হুসাইন এবং মকবুল সাহাবায়ে কেরাম ও মুমিনদের বিরূদ্ধে তথা ইসলাম ও মুসলিম মিল্লাত এবং খেলাফত ও ইনসানিয়াতের বিরূদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল ।
ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতা- রক্ষায় প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার- স্বাধীনতা-মর্যাদা-কল্যাণ ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও মানবিকসাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার শপথে পালন করুন মহান বদর ও সকল জিহাদ ও শাহাদাতের আমানত ।
* আল্লামা ইমাম হায়াত
(ইসলামের মূল ধারার পুরূজ্জীবনকারী বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক)
World sunni movement বিশ্ব সুন্নী আন্দোলন
World humanity revolution বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
The post বদর ওহোদে হকের পক্ষ ও দুশমন এবং সিফফিন কারবালায় হকের পক্ষ ও দুশমন ভিন্ন বেশে একই ধারা – আল্লামা ইমাম হায়াত appeared first on Ctg Times.