
মাঠে নামার আগে ক্লাব আরদা কারজালির খেলোয়াড়দের কাছে সংবাদ পৌছায় পেতকো গানশেভের আর নেই। এরপর মাঠে নেমে সাবেক এই ফুটবলারের সম্মানে এক মিনিট নীরবতাও পালন করে। পরে জানা গেল, বেঁচে আছেন সেই ফুটবলার।
ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মার্চ) বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব ফুটবলে। প্রথম সারির ক্লাব আরদা কারজালির যে কোনোভাবেই হোক জেনেছিলো, তাদের সাবেক ফুটবলার পেতকো গানশেভ মৃত্যুবরণ করেছে। যে কারণে রোববার লেভস্কি… বিস্তারিত