
স্মার্টফোন ব্র্যান্ড ইউমিডিজি ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশের বাজারে উন্মোচন করল নতুন স্মার্টফোন ‘জি৯ ফাইভজি’। ফাইভজি সমর্থিত অ্যান্ডয়েড ১৪ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ ইমিডিজি জি৯ ডিভাইসটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, ৭.৯ মিলিমিটার স্লিম ডিজাইন, ১২ জিবি র্যাম (৬ জিবি ভার্চুয়াল র্যামসহ) ও ১২৮ জিবি স্টোরেজ, ২০ ওয়ার্ট গ্যান ফাস্টচার্জিং সুবিধা সম্পন্ন ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোনটিতে আরও …