ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টূর্নামেন্টে রাজশাহীকে ৯ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তিন দিনের ফাইনাল ম্যাচে আজ রাজশাহীর দেওয়া ১৩৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছে যায় বিকেএসপি।
ফাইনালে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রাজশাহী ৬২.৪ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে বিকেএসপি ৮২.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৬৬ রান করে। দ্বিতীয় ইনিংসে রাজশাহী ৭২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানে করে। দুই ইনিংসে রাজশাহীর ছুড়ে দেওয়া ১৩৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে বিকেএসপি ১৩৭ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
প্লেয়ার অব দ্যা টূর্নামেন্ট এবং বেস্ট ব্যাটার নির্বাচিত হয়েছেন রাজশাহীর খোলোয়াড় আব্দুর রহমান ইরফান। বেস্ট বোলার এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন বিকেএসপির খেলোয়াড় আলিমুল ইসলাম আদিব। এছাড়া বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ক্রীড়া সংবাদদাতা, খুলনা গেজেট’র চীফ রিপোর্টার ও ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ মিলন এবং দৈনিক সময়ের খবরের সিনিয়র ফটো সাংবাদিক আরজি উজ্জ্বলকে বিসিবি ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন বিসিবির এক্সিকিউটিভ অফিসার কামরুল হাসান, খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোস্তাক উদ্দীন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, বিকেএসপির উপ-পরিচালক শাহাদাত হোসেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হাসিবুল হাসান শান্ত ও মেহরাব হোসেন অপি, বিভাগীয় কোচ মনোয়ার আলী মনু ও টূর্নামেন্টের খুলনা বিভাগীয় স্টেডিয়ামের কোঅর্ডিনেটর শেখ হেমায়েত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার (দায়িত্বপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান রাসেল।
খুলনা গেজেট/এমএম
The post ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে বিকেএসপি চ্যাম্পিয়ন appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024