
বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুর বড় বোনের নিরাপত্তাও নিশ্চিতে করতে বলা হয়েছে।
সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন। আইনজীবী মাহসিব হোসাইন বলেন, নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বরগুনার জেলা সমাজকল্যাণ কর্মকর্তাকে কল্যাণের বিষয়টি দেখতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বরগুনা সদরের ১৪ বছর বয়সী শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরদিন দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর থেকে মামলা তুলে নিতে আসামিপক্ষ চাপ প্রয়োগ করতে থাকে। গত ১১ মার্চ বাদীর বাড়ির পেছন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
The post বরগুনায় ধর্ষণের শিকার শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে হাইকোর্টের নির্দেশ appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.