
তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি:

র্যাব-৮ বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প, ভোলা এবং র্যাব-৬ সদর কোম্পানি বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ভোলার তজুমদ্দিন থানার বাকপ্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত আসামীকে লবণছড়া থানায় হস্তান্তর করেন। সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-৮ বরিশালের অধীনস্থ র্যাব ক্যাম্প, ভোলা এবং র্যাব-৬ সদর কোম্পানি বাগেরহাট জেলার ফকিরহাট থানার কাটাখালী মোড় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
এ সময় তজুমদ্দিন থানায় বাঁকপ্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত পলাতক একমাত্র আসামী রনি হাওলাদারকে (২১) গ্রেপ্তার করেন। পরে তাকে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বিভাগের লবণছড়া থানায় হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারী দুপুর ২টায় তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও চরকোড়ালমারা গ্রামের মৃত আলমগীর হোসেন হাওলাদারের ছেলে রনি হাওলাদার তার বসত ঘরের পিছনে একা পেয়ে একই বাড়ির বাঁকপ্রতিবন্ধী তার চাচাতো বোনকে (২৬) তাহার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক ধর্ষণ করেন।
এঘটনায় তজুমদ্দিন থানায় ২৭ জানুয়ারী ২০২৫ তারিখে বিবাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামী রনি হাওলাদার পলাতক রয়েছেন। র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
The post র্যাবের অভিযানে ধর্ষন মামলার আসামী আটক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.