
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো তারকা হামজা চৌধুরী। আজ (১৮ মার্চ) আনুমানিক রাত সাড়ে নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা
বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এবারই প্রথম দেশে পা রেখেছেন হামজা। সোমবার (১৭ মার্চ) সকালে লেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পরিবারসহ বাংলাদেশে প্রবেশ করেন শেফিল্ড ইউনাইটেড তারকা। বিমানবন্দরে অভিবাদন এবং সাংবাদিকদের সঙ্গে হালকা কথোপকথন শেষে দ্রুত রওনা দেন নিজ জেলা হবিগঞ্জের উদ্দেশে।
হবিগঞ্জের স্নানঘাটে পৈতৃক বাড়ি রয়েছে হামজার। সেখানেই পরিবারসহ অবস্থান করেছেন গতকাল। নিজ গ্রামে একদিন অবস্থানের পর আজ সন্ধ্যায় বিমানযোগে রওনা দেন ঢাকার উদ্দেশে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। সতীর্থদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ না হলেও কোচের সঙ্গে বোঝাপড়াটা ইতোমধ্যে সেরে নিয়েছেন ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবল খেলা এই মিডফিল্ডার। হামজার আগমন বাংলাদেশের ফুটবলাঙ্গনে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা appeared first on Bangladesher Khela.