
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন নারীসহ আরও ১০ জন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার তেতুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিলা বেগম ওই উপজেলার তেতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লার স্ত্রী।
আহতরা হলেন- মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়া (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল। তিনি বলেন, তেতুলবাড়ি গ্রামের শাহিদ মোল্লার সঙ্গে বোরো ধানের জমিতে পানি দেয়া নিয়ে কাওসার মোল্লার বাকবিতণ্ডা হয়। এর জেরে রাতে শাহিদ মোল্লার লোকজন লাঠিসোঁটা নিয়ে কাওসার মোল্লার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৪ নারীসহ ১১ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।
খুলনা গেজেট/এনএম
The post গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারী নিহত, আহত ১০ appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.