
ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন ‘ডিএক্স ঈদ ফেস্ট’ ঘোষণা করেছে। এতে ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্রান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ার কন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্টফোন, স্মার্টওয়াচ, টিডাব্লিউএস ও godxg.com-এর জন্য গিফট ভাউচার।
এই ক্যাম্পেইনে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাদের উপহার …