
আর্থিক সাক্ষরতা সপ্তাহ উপলক্ষ্যে অগ্রণী ব্যাংক বয়রা বাজার শাখার উদ্যোগে আলোচনা সভা বুধবার দুপুরে কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মশিউল ইসলাম ও সহকারী মহাব্যবস্থাপক প্রদীপ কুমার চক্রবর্তী।
অতিথিরা বলেন, অর্থ ব্যবস্থাপনার সঠিক পদ্ধতি শেখানোর মাধ্যমে ব্যক্তির আর্থিক নিরাপত্তা, প্রতারণার ঝুঁকি হ্রাস ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে সাহায্য করে। বৈচিত্র্যপূর্ণ আর্থিক পণ্য ও পরিষেবার আধুনিক সময়ে আর্থিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরাই আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে, বিপদ এড়াতে ও নিরাপদ ভবিষৎ গড়ে তুলতে পারে।
সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক বয়রা বাজার শাখার ব্যবস্থাপক অমিত কুমার রায়। সঞ্চালনা করেন সিনিয়র অফিসার শামীমা আক্তারী।
সভায় অগ্রণী ব্যাংকের নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এইচ
The post আর্থিক সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে খুলনায় অগ্রণী ব্যাংকের আলোচনা সভা appeared first on খুলনা গেজেট | সবার আগে সঠিক খবর.