
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। মারকাটারি এই প্রতিযোগিতার ১৮তম আসর মাঠে গড়াবে আগামী ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তার আগে কলকাতার ইডেন গার্ডেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে বসবে তারার মেলা।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বলিউড বাদশাহ শাহরুখ খান তার দল কেকেআরকে সমর্থন করতে উপস্থিত থাকবেন স্টেডিয়ামে। সালমান খান তার নতুন সিনেমা ‘সিকন্দার’ প্রচার করতে আসবেন। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এই ইভেন্টে স্বশরীরে উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান। তালিকায় আমেরিকান পপ ব্যান্ড ওয়ানরিপাবলিক (OneRepublic) এর নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে এদিন গাইবেন ওপার বাংলার দুই জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। এছারা পারফর্ম করবেন করণ অউজলা, দিশা পাটনী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। ওয়ানরিপাবলিক ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটনীর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১০ দলের আইপিএলে গ্রুপ পর্ব, কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ খেলা হবে। ভেন্যু হিসেবে থাকছে ১৩টি মাঠ। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের পর্দা নামবে ২৫ মে।
The post আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে তারার মেলা appeared first on Bangladesher Khela.