

উপজেলা প্রতিনিধি(কলাপাড়া)পটুয়াখালীপটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে চর নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহাবুদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মধ্য টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মিজানুর রহমানকে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো.আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন অনুমদিত কমিটির সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক মো.নজরুল ইসলাম। এর আগে ওই দিনই উপজেলার ১৭২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৫০ জন শিক্ষক এ কমিটি গঠনে সম্মতি প্রদান করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক পাঁচজুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো.আজাদুর রহমান, নির্বাহী সভাপতি মো.ইউনুচ আলী, নির্বাহী সম্পাদক মো.তরিকুল ইসলামসহ ৬৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটি গঠন হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সমিতির নির্বাচিত সভাপতি মো.শাহাবুদ্দিন তালুকদার বলেন, পবিত্র মাহে রমজান মাসে এই কমিটি উপহার দেয়ায়, কলাপাড়া উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের এই আস্থার প্রতিদান হিসেবে শিক্ষকদের পাশে সবসময় থাকতে চেষ্টা করব। তিনি আরও বলেন, কলাপাড়া উপজেলায় একটি দূর্ণীতি মুক্ত শিক্ষা ব্যাবস্থা গঠনের লক্ষে এই কমিটি কাজ করবে।
The post কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন, মিজানুর সম্পাদক appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.