

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে সরকারের পক্ষ থেকে ১০ হাজার ২১৭ পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হচ্ছে।বুধবার সকালে (১৯ মার্চ) কাউখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় এক নারীর হাতে ভিজিএফের চাল তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:মোস্তাফিজুর রহমান সহ ইউপি সদস্যরা।উপজেলা প্রকল্প অফিস সুত্রে জানা গেছে,
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এবার ১০২.২১৭ মেট্রিক টন চাল বরাদ্দ মিলেছে।
The post ১০ হাজার পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.