বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার যৌথ আয়োজনে বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, দিনাজপুর শাখার সভাপতি সেলিম বাদশা,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় শাখার আরিফুল ইসলাম ও অহিবুল ইসলাম প্রমুখ। কর্মসূচীতে সংগঠনের দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোন বেতন ভাতা পাইনা। এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে সম্মান জনক ভাতা ও দৈনিক হাজিরার বিষয়ে যে সিদ্ধান্ত গৃহিত হয়েছিল তার দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছিনা। আমরা যারা এ আই টেকনিশিয়ানরা মাঠ পর্যায়ে কাজ করছি তারা ঠিকমত সিমেন সরবরাহ পাচ্ছিনা এবং এতগুলো বেসরকারী কোম্পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখার কোন যৌক্তিকতা নেই। এছাড়াও আমাদের এসব দাবী সহ যে ৭ দফা দাবী রয়েছে তা আমাদের অস্তিত্ব রক্ষার দাবী। দ্রুত এসব যৌক্তিক দাবী মানা না হলে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের দাবীগুলো এক দফা দাবীতে পরিনত হবে এবং তারা বৃহৎ আন্দোলনের দিকে যাবার হুশিয়ারী দেয়া হয় কর্মসূচী থেকে।
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024