
স্টাফ রিপোর্টার: ট্রাক পরিবহন ও বিশিষ্ট সার ব্যবসায়ী নেতা আবুল কালাম এর মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক আফিয়া আখতার এর কাছে বিএফএ এর সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, ট্রাক মালিক সমিতি, বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশনের জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর-উদ্বেগের সঙ্গে বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্র এখনো বিদ্যমান।
তারই অংশ হিসেবে একজন জনপ্রিয় রাসায়নিক সার ও ট্রাক পরিবহন নেতাকে পুলিশ প্রশাসনে ঘাপ্টি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের ষড়যন্ত্রের কারনে আবুল কালামকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেপ্তার ও আটক করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।
তারা আরও উল্লেখ করেন, বোয়ালিয়া থানার সাবেক ইনচার্জ মেহেদি মাসুদ উদ্দেশ্য প্রনোদিত ভাবে তদন্তের নামে এজাহার বহির্ভূত ৭৪ জনের নাম সংযুক্ত করে প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে, যা ফ্যাসিস্টদের গোলামির বহিঃপ্রকাশ। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় মামলার বাদি উসামা বিন ইকবাল, মিথ্যা প্রাথমিক বিবরণী সম্পর্কে জ্ঞাত হয়ে স্বপ্রনোদিত ভাবে আবুল কালামসহ যারা মামলায় সংযুক্ত নেই, ঐ সমস্ত ব্যক্তিদের নামে অভিযোগ প্রতাহার করে, রাজশাহী নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে এফিডেবিট করে।
যা পরবর্তীতে বোয়ালিয়া থানা ও পুলিশ কমিশনার বরাবরে প্রেরণ করা হয়। তার পরেও আবুল কালামকে গ্রেফতার করা হয়। এতে রাজশাহী অঞ্চলের পরিবহন ও কৃষি ক্ষেত্রে অস্থিতিশিলতা তৈরির সুগভীর ষড়যন্ত্র, যা বর্তমান সরকারকে অস্থিতিশিলতার দিকে ধাবিত করবে বলে তারা উল্লেখ করেন।
তারা স্মারকলিপির মাধ্যমে পুলিশ বিভাগে এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহন এবং জনপ্রিয় ফার্টিলাইজার এসোসিয়েশন ও ট্রাক পরিবহন মালিক সমিতির অন্যতম নেতা আবুল কালামের নিঃশর্ত মুক্তি কামনা করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি ডিলার এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, সার ডিলার ও বিএফএ রাজশাহীর সহ-সভাপতি নজরুল ইসলাম, হাবিবুর রহমান, বিএফএ এর সহ-সভাপতি ওয়ালী আহাদ, বিএডিসি এর সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন মুন্টু, ট্রাক মালিক সমিতি রাজশাহীর সহ-সভাপতি তোজাম্মেল ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
The post সার ব্যবসায়ী আবুল কালাম’র মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান appeared first on সোনালী সংবাদ.