
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ইসরাইলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি এবং ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকল মুসলিম উম্মাহ’র প্রতি আহ্বান জানান তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল হামাস এবং ফিলিস্তিনের ওপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে।
ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া নয়, তারা গোটা বিশ্বের বিষফোঁড়া হিসেবে আবির্ভূত হয়েছে। তারা মানবতার শত্রু, মানুষের জন্য বিধ্বংসী। এই মানবতার শত্রুদের মোকাবিলা করে ফিলিস্তিনকে স্বাধীন করতে মুক্তিকামী সকল মুসলিম ভাইবোনদের দলমত নির্বিশেষে, সকল প্রকার রাজনৈতিক ব্যানার নির্বিশেষে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
বিক্ষোভ সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘কিছুদিন আগে হামাস এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ বিরতি সম্পন্ন হয়। কিন্তু সেই যুদ্ধ বিরতি উপেক্ষা করে হামাস এবং ফিলিস্তিনের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
ইসরায়েল ও ফিলিস্তিন সঙ্কটকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয়। ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া নয়, তারা গোটা বিশ্বের বিষফোঁড়া হিসেবে আবির্ভূত হয়েছে। তারা মানবতার শত্রু, মানুষের জন্য বিধ্বংসী।’
তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনের নিরপরাধ শিশু, নরনারীদের জন্য যে পরিমাণ হুমকিস্বরূপ হয়ে আর্বির্ভূত হয়েছে তাতে মানবতার শত্রু হিসেবেই আমরা ইসরায়েলকে চিহ্নিত করতে চাই। সকলের প্রতি আহ্বান আপনারা এই মানবতার পক্ষে দাঁড়ান, মানবতা বিরোধী ইসরায়েলী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হোন।’
বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘পুরো বিশ্বের দেড়শ কোটি মুসলিমকে কয়েক হাজার ভাগে ভাগ করে ইহুদিরা খুবই সুপরিকল্পিত ভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ফলে আমরা মাত্র ৮০ লাখ ইহুদির সাথে পেরে উঠছি না। তারা অনেক সূক্ষ্মভাবে পরিকল্পনা করে ১৭ রমজানের মতো আমাদের গুরুত্বপূর্ণ দিবসগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে।
ফিলিস্তিনকে স্বাধীন করতে মুক্তিকামী সকল মুসলিম ভাইবোনদের দলমত নির্বিশেষে সকল প্রকার রাজনৈতিক ব্যানার নির্বিশেষে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।’
কর্মসূচি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী জায়িদ হাসান জোহা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, আরবি বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন আব্দুল বাকি, রাকিবুল ইসলাম, সুমাইয়া আকন্দ ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বী। এসময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
The post গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ appeared first on সোনালী সংবাদ.