দুর দুরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা দালালদের খপ্পর থেকে রেহাই পেতে ময়মনসিংহ আইন প্রয়োগকারী সংস্থার এর অভিযান চললেও দালালদের দৌরাত্ম্য আবারও বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগে জানাগেছে। এসব দালালরা গ্রেফতার অভিযান আতংকে বেশকিছু দিন ঘাপটি মেরে থাকার পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে । জেলার বিভিন্ন স্থান থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা হাসপাতালের আউটডোরে আসলেই দালাল চক্র রোগীর উপর ভর করে এবং বিভিন্ন ধরনের মিথ্যা প্রলভোনে হাসপাতাল থেকে পটিয়ে ফুসলিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভালো ডাক্তার আছে নাম ঙাংগিয়ে চিকিৎসার কথা বলে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চিকিৎসা না করে চম্পট দেয়, এসময় কোন রোগীর অভিভাবক দালাল চক্ররের সদস্যদের কে কোন কিছু বললে বা জানতে চাইলে তাদেরকে নানান ধরনের ভয় হুমকি দিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগে জানাগেছে । আর তারই ধারাবাহিকতায় ১৯ মার্চ বুধবার ২০২৫ ইং বেলা ১২ টায় ময়মনসিংহ নগরীর, হাসপাতালের পাশের বাসিন্দা ভাটিকাশরের মৃত বাবুল মিয়ার ছেলে অসুস্থ রোগী রকি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আউটডোরে গেলে হাসপাতালের চিহ্নিত সন্ত্রাসী রোগী দালাল মনির মিয়া ( পিতা মৃত মোঃ গফুর) এবং মনিরের ছেলে চিহ্নিত সন্ত্রাসীরোগী দালাল ইমন পিতা পুত্র মিলে অসুস্থ রোগী রকিকে মিথ্যা প্রলোভনে হাসপাতালের আউটডোর থেকে বাহিরে ক্লিনিকে নিয়ে যেতে চাইলে রোগী রকি স্থানীয় লোক দালাল চক্র বুজতে পেরে ক্লিনিকে যাবেনা হাসপাতালে চিকিৎসা সেবা নিবে বলে জানালে, দালাল মনির ও তার ছেলে ইমন এর সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দালাল মনির ও তার ছেলে ইমন পিতা পুত্র মিলে প্রকাশ্য জনসমক্ষে রোগী রকিকে বেধম মারপিট করে গুরুতর আহত বানিয়ে রকির সাথে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় এসময় রোগী রকি মুমূর্ষু হয়ে পড়লে উপস্থিত জনতা গুরুতর আহত রকিকে ধরাধরি করে হাসপাতালের ভিতরে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দ্রুত ভর্তি লিখে ৭ নং ওয়াডে চিকিৎসার জন্য প্রেরন করেন এ রিপোর্ট লেখা পরযন্ত আহত রোগী রকি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । হাসপাতালের আশ পাশের লোকজন জানায় মনির ও তার ছেলে ইমন পিতা পুত্র মিলে হাসপাতালে দালালদের মাঝে এরাই সবচেয়ে বেশি দুর দূরান্ত থেকে আসা রোগীদের সাথে সন্ত্রাসী কার্যকলাপ চালায় মারপিট করে সর্বস্ব লুটে নেয় এবং এস অপকর্মের কারনে RAB সদস্যরা বেশ কয়েক বার গ্রেফতারও করেছে ।
The post মচিমহায় দালাল মনির ও ইমন কর্তৃক রোগীকে মারপিট টাকা ছিনতাই appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024