
ঐতিহ্যবাহী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পৌর বাজারের চাউল মহলে অবস্থিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রেসক্লাবের সদস্যদের সুস্থতা, দীর্ঘায়ু ও প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলার জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতী মাহমুদুল হক আযিযি। এ ছাড়া দেশ ও জাতীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ফেরদৌস কুরাইশী টিটু, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হিরা, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহবায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, সদস্য সচিব হারুন অর রশিদ, এখন টেলিভিশনের বিশেষ প্রতিবেদক হারুনুর রশিদ, ডিবিসি টেলিভিশনের স্টাফ রিপোর্টার রকিবুল হাসান চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
The post ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.