6:52 pm, Saturday, 22 March 2025
Aniversary Banner Desktop

এবার বলিউডে নুসরাত, কার বিপরীতে অভিনয় করবেন তিনি?

অনলাইন ডেস্ক : নতুন অবতারে টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। বলিউডের নায়ক-পরিচালকের সঙ্গে কাজ করলেন তিনি।

উত্তর কলকাতার লাহাবাড়ি বনেদি বাড়িতে দুর্গাপূজার আয়োজন। সাদা পোশাক পরে ঢাকির দল উপস্থিত। দালানে শেষ মুহূর্তের ব্যস্ততা। আলপনা, আলো, লালসালু, গামছা, লাল-সাদা কাপড়, কুলো, লাল ফুল, ফুলের মালা, কলাগাছ, আমের পল্লব— হিন্দুশাস্ত্র মেনে পূজার উপকরণে চারদিক সাজানো। জ্বলছে ঝাড়বাতিও।

বাড়ির আনাচ-কানাচে উৎসবের আমেজ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। লালপাড় সাদা শাড়ি আর গহনায় সেজেছেন মেয়েরা। ছেলেরা লাল-সাদা ধুতি-পাঞ্জাবি। এখানে শেষ নয়; চমক আরও আছে। এই পূজায় এসেছেন নুসরাত জাহান। বাড়ির ভেতরে দালানের এক পাশে রিকশা দাঁড়িয়ে। ভেতরে ফুচকা, সন্দেশ, রসগোল্লা— কী নেই!

এমন চমকপ্রদ খবর পেয়ে বনেদি বাড়িতে উপস্থিত একটি গণমাধ্যম। লাহাবাড়ির ভেতরে এ রকমই কাণ্ড ঘটছে। তবে পুরোটাই বলিউডের জনপ্রিয় গায়ক পাপনের মিউজিক ভিডিও ‘ঠুমকিয়া’-র শুটিংয়ের কারণে। দফায় দফায় গায়কের রেকর্ড করা কণ্ঠ শোনাচ্ছে— ‘হাত পে লেহরায়ে কঙ্গন তেরা’ গান। সঙ্গে নারীকণ্ঠের ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’ গানের ফিউশন। এখানেই নুসরাত শুটিং করবেন। সকাল থেকে তারই ব্যস্ততা। মিউজিক ভিডিও দিয়েই বলিউডে খাতা খুললেন অভিনেত্রী।

সকাল গড়িয়ে ঘড়িতে দুপুর ১২টা। ঠনঠনিয়া কালীবাড়ির উল্টো দিকের রাস্তায় সার দিয়ে মেকআপ ভ্যান, জেনারেটরের গাড়ি। নায়িকা কই? সেটে ফিসফাস, তিনিও পূজার বেশে। লালপাড় সাদা শাড়িতে সাজছেন। বিপরীতে প্রিয়াংকা শর্মা।

নায়িকা আসার ফাঁকে সনাতনী সাজে সেজে ওঠা একদল নারী-পুরুষ এবং নায়ককে নিয়ে জোর মহড়া চলছে। ধাক্কাপাড় ধুতি, লাল সিল্কের জমিনে জরির কাজের অঙ্গরাখা পাঞ্জাবি। হাসিমুখে সেটে ঢুকে নিমেষে আপন করে নিলেন সবাইকে।

মহড়া হতেই টুকরো টুকরো শট ক্যামেরাবন্দি। ফুচকার টক জলে, রসগোল্লার রসে অভিনেতাদের হাত-মুখ মাখামাখি। মিউজিক ভিডিও পরিচালনায় স্নেহা শেঠি কোহলি। প্রযোজনায় টিপস মিউজিকের তরফ থেকে কুমার তৌরানি। নায়িকা কখন আসবেন? গুঞ্জন সেটের ভেতরে।

ছাতা মাথায় দেহরক্ষীদের নিয়ে নুসরাত যখন সেটে এলেন, তখন সূর্য মধ্যগগনে। শুটিংয়ে এসেছিলেন সাদা টি-শার্ট ও প্যান্ট পরে। রূপটানে শাড়িতে আর গহনায় নায়িকা নিখুঁত বাঙালি মেয়ে। নায়কের পাশে ‘দেশি গার্ল’ সাজে তাকে ভারি মানিয়েছে। নুসরাতের নাচ নিয়ে নিন্দুকরাও টুঁ শব্দ করতে পারবে না। এক-দুবার মহড়া দিয়েই তিনি ক্যামেরার মুখোমুখি।

গুরু গুরু ঢাকের বোলে ঠাকুরদালান মুখরিত। পর্দার ‘কমলা’ মোটেই ‘থমকিয়া থমকিয়া নেত্য’ করলেন না। নুসরাতের নাচের ছন্দে, ধুনোর গন্ধে চৈত্র মাসেও এক টুকরো শরৎ লাহাবাড়ির আঙিনায়।

The post এবার বলিউডে নুসরাত, কার বিপরীতে অভিনয় করবেন তিনি? appeared first on সোনালী সংবাদ.

Tag :
জনপ্রিয়

ndax login

https://ndaxlogi.com

latitude login

https://latitude-login.com

phantom wallet

https://phantomwallet-us.com

phantom

atomic wallet

atomic

https://atomikwallet.org

jupiter swap

jupiter

https://jupiter-swap.com

https://images.google.com/url?q=https%3A%2F%2Fsecuxwallet.us%2F

secux wallet

secux wallet

secux wallet connect

secux

https://secuxwallet.com

jaxx wallet

https://jaxxwallet.live

jaxxliberty.us

gem visa login

jaxx wallet

jaxx wallet download

https://jaxxwallet.us

toobit-exchange.com Toobit Exchange | The Toobit™ (Official Site)

secuxwallet.com SecuX Wallet - Secure Crypto Hardware Wallet

jaxxliberty.us Jaxx Liberty Wallet | Official Site

Atomic Wallet Download

Atomic

Aerodrome Finance

এবার বলিউডে নুসরাত, কার বিপরীতে অভিনয় করবেন তিনি?

Update Time : 12:09:29 pm, Thursday, 20 March 2025

অনলাইন ডেস্ক : নতুন অবতারে টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। বলিউডের নায়ক-পরিচালকের সঙ্গে কাজ করলেন তিনি।

উত্তর কলকাতার লাহাবাড়ি বনেদি বাড়িতে দুর্গাপূজার আয়োজন। সাদা পোশাক পরে ঢাকির দল উপস্থিত। দালানে শেষ মুহূর্তের ব্যস্ততা। আলপনা, আলো, লালসালু, গামছা, লাল-সাদা কাপড়, কুলো, লাল ফুল, ফুলের মালা, কলাগাছ, আমের পল্লব— হিন্দুশাস্ত্র মেনে পূজার উপকরণে চারদিক সাজানো। জ্বলছে ঝাড়বাতিও।

বাড়ির আনাচ-কানাচে উৎসবের আমেজ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। লালপাড় সাদা শাড়ি আর গহনায় সেজেছেন মেয়েরা। ছেলেরা লাল-সাদা ধুতি-পাঞ্জাবি। এখানে শেষ নয়; চমক আরও আছে। এই পূজায় এসেছেন নুসরাত জাহান। বাড়ির ভেতরে দালানের এক পাশে রিকশা দাঁড়িয়ে। ভেতরে ফুচকা, সন্দেশ, রসগোল্লা— কী নেই!

এমন চমকপ্রদ খবর পেয়ে বনেদি বাড়িতে উপস্থিত একটি গণমাধ্যম। লাহাবাড়ির ভেতরে এ রকমই কাণ্ড ঘটছে। তবে পুরোটাই বলিউডের জনপ্রিয় গায়ক পাপনের মিউজিক ভিডিও ‘ঠুমকিয়া’-র শুটিংয়ের কারণে। দফায় দফায় গায়কের রেকর্ড করা কণ্ঠ শোনাচ্ছে— ‘হাত পে লেহরায়ে কঙ্গন তেরা’ গান। সঙ্গে নারীকণ্ঠের ‘কমলা নেত্য করে থমকিয়া থমকিয়া’ গানের ফিউশন। এখানেই নুসরাত শুটিং করবেন। সকাল থেকে তারই ব্যস্ততা। মিউজিক ভিডিও দিয়েই বলিউডে খাতা খুললেন অভিনেত্রী।

সকাল গড়িয়ে ঘড়িতে দুপুর ১২টা। ঠনঠনিয়া কালীবাড়ির উল্টো দিকের রাস্তায় সার দিয়ে মেকআপ ভ্যান, জেনারেটরের গাড়ি। নায়িকা কই? সেটে ফিসফাস, তিনিও পূজার বেশে। লালপাড় সাদা শাড়িতে সাজছেন। বিপরীতে প্রিয়াংকা শর্মা।

নায়িকা আসার ফাঁকে সনাতনী সাজে সেজে ওঠা একদল নারী-পুরুষ এবং নায়ককে নিয়ে জোর মহড়া চলছে। ধাক্কাপাড় ধুতি, লাল সিল্কের জমিনে জরির কাজের অঙ্গরাখা পাঞ্জাবি। হাসিমুখে সেটে ঢুকে নিমেষে আপন করে নিলেন সবাইকে।

মহড়া হতেই টুকরো টুকরো শট ক্যামেরাবন্দি। ফুচকার টক জলে, রসগোল্লার রসে অভিনেতাদের হাত-মুখ মাখামাখি। মিউজিক ভিডিও পরিচালনায় স্নেহা শেঠি কোহলি। প্রযোজনায় টিপস মিউজিকের তরফ থেকে কুমার তৌরানি। নায়িকা কখন আসবেন? গুঞ্জন সেটের ভেতরে।

ছাতা মাথায় দেহরক্ষীদের নিয়ে নুসরাত যখন সেটে এলেন, তখন সূর্য মধ্যগগনে। শুটিংয়ে এসেছিলেন সাদা টি-শার্ট ও প্যান্ট পরে। রূপটানে শাড়িতে আর গহনায় নায়িকা নিখুঁত বাঙালি মেয়ে। নায়কের পাশে ‘দেশি গার্ল’ সাজে তাকে ভারি মানিয়েছে। নুসরাতের নাচ নিয়ে নিন্দুকরাও টুঁ শব্দ করতে পারবে না। এক-দুবার মহড়া দিয়েই তিনি ক্যামেরার মুখোমুখি।

গুরু গুরু ঢাকের বোলে ঠাকুরদালান মুখরিত। পর্দার ‘কমলা’ মোটেই ‘থমকিয়া থমকিয়া নেত্য’ করলেন না। নুসরাতের নাচের ছন্দে, ধুনোর গন্ধে চৈত্র মাসেও এক টুকরো শরৎ লাহাবাড়ির আঙিনায়।

The post এবার বলিউডে নুসরাত, কার বিপরীতে অভিনয় করবেন তিনি? appeared first on সোনালী সংবাদ.