
অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বর্তমানে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বত্রিশের সেই বাড়ি ভাঙার এক মাস পর সেখানে গিয়ে ছবি তুলেছেন বিনোদন জগতের সংগীতের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি।
বুধবার (১৯ মার্চ) রাতে সেই ছবি সামাজিকমাধ্যম নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন সংগীতশিল্পী।
ছবির ক্যাপশনে ন্যান্সি লিখেছেন— প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা। আরেক পোস্টে এ সংগীতশিল্পী লিখেছেন— আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ন্যান্সি বলেছেন, এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি এবং মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।
এর আগেও একাধিকবার আওয়ামী লীগ নেতার প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন
এই গায়িকা। তারই ধারাবাহিকতায় এবার ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েও ছবি তুলতে দেখা গেল তাকে।
The post ৩২ নম্বরের সেই ভাঙা বাড়ির ছবি তুলে যা বললেন ন্যান্সি appeared first on সোনালী সংবাদ.