প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৪, ২০২৫, ১২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৪:০৮ পি.এম
ময়মনসিংহে শ্রেষ্ঠ “ওয়ারেন্ট তামিলে এএসআই ফরহাদ শ্রেষ্ট
ময়মনসিংহ জেলা পুলিশের কোতোয়ালি মডেল থানার এএসআই ফরহাদ উদ্দিন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শ্রেষ্ঠ “ওয়ারেন্ট তামিল কারি অফিসার” হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। তার এই অর্জন পুলিশের দক্ষতা, সততা এবং দেশপ্রেমের প্রতি এক অভূতপূর্ব নিবেদন হিসেবে বিবেচিত হচ্ছে। এএসআই ফরহাদ উদ্দিনকে এই সম্মাননা প্রদান করা হয়েছে তার অসামান্য কাজের জন্য। তিনি ময়মনসিংহ জেলায় বিভিন্ন পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ধরতে এবং ওয়ারেন্ট তামিল করতে একাধিক সফল অভিযান পরিচালনা করেছেন। তার কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং সেবামূলক মানসিকতা তাকে এই স্বীকৃতির জন্য যোগ্য করে তুলেছে। এএসআই ফরহাদ উদ্দিনের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা নিয়মিত সাজার বাস্তবায়ন এবং পলাতক আসামিদের ধরতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, যা পুলিশ প্রশাসনের সুনাম বৃদ্ধি করেছে। তাঁর এই কাজের জন্য তিনি জেলার সাধারণ মানুষের মধ্যে একটি বিশেষ জায়গা অর্জন করেছেন। এএসআই ফরহাদ উদ্দিনের এই সাফল্য জেলা পুলিশকে আরও শক্তিশালী এবং কার্যকরী করে তুলবে বলে আশা করা যাচ্ছে, বিশেষ করে জনগণের নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায়। এই উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং তার এই সাফল্যকে উদযাপন করা হয়েছে।
The post ময়মনসিংহে শ্রেষ্ঠ “ওয়ারেন্ট তামিলে এএসআই ফরহাদ শ্রেষ্ট appeared first on দৈনিক ময়মনসিংহের খবর.
ঠিকানা : গুলশান, ঢাকা, বাংলাদেশ || তথ্য, খবর ও বিজ্ঞাপন : +8809611719385 || ইমেইল : songbadpatra24@gmail.com
Visit : songbadpatra.com
All rights reserved © সংবাদপত্র-2024