
নগর প্রতিনিধি:

হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে।
বুধবার (১৯ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, হাট-বাজারের দরপত্র ক্রয় করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে ডেকে নিয়ে হাতুড়িপেটা করা হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলায় গুরুতর আহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির বিশ্বাস অভিযোগ করে বলেন, বাটাজোর হাট-বাজারের ইজারার জন্য দরপত্র আহ্বান করার পর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির তাদেরকে দরপত্র ক্রয় করতে নিষেধ করে আসছিল।
তার নিষেধ উপেক্ষা করে দরপত্র ক্রয় করতে চাইলে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বুধবার রাত ১১টার দিকে বিষয়টি সমাধানের কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমাকে ও যুবদল নেতা মামুন সরদারকে জখম করে খোকন ও তার সহযোগীরা।
বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা মামুন সরদার অভিযোগ করে বলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির তাদেরকে হাট ও বাজারের দরপত্র ফরম ক্রয় করতে বাধা প্রদান করে আসছিল।
এ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে খোকন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে আমাকে ও মনির বিশ্বাসকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হামলা ও দরপত্র ক্রয়ে বাধার অভিযোগ অস্বীকার করে বাটাজোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন ফকির বলেন, কে বা কারা এ হামলা চালিয়েছে তা আমার জানা নেই। ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post গৌরনদীতে স্বেচ্ছাসেবক ও যুবদলের দুই নেতাকে হাতুড়িপেটা appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.