
সিলেট থেকে ঢাকা, বললে কিছুটা ভুল বলা হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া এখন হামজাময়। তবে দেশে ফেরার পর থেকে দম ফেলার ফুসরত নেই হামজা চৌধুরীর। ১৬ তারিখ শেফিল্ড ডার্বির ম্যাচ খেলে ধরেছেন বাংলাদেশের বিমান। সেই ম্যাচে শেফিল্ড ইউনাউটেডের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশি হামজা। ১৬ ঘণ্টায় ৮ হাজার কিলোমিটারের বেশি ভ্রমণ করে নিজ শহর সিলেটে পা রাখেন হামজা।
সিলেট বিমানবন্দরে ভক্তদের ভালোবাসায় সিক্ত… বিস্তারিত