
বিজয়ীরা হলেন নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মুক্তা আক্তার, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নাজিয়া মিথিলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাহিদা আফরোজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূচনা বড়ুয়া, জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের এস এম জায়েদ শাহরিয়ার, ট্রমা আইএমটি অ্যান্ড ম্যাটসের মেহবুবা আমিন, ভৈরব উদয়ন স্কুলের আরাফ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিয়া মাহমুদ, হাজী আসমত সরকারি কলেজের পারভেজ ইসলাম, ভৈরব আইডিয়াল স্কুলের তাইসা ফারহাত, ভৈরব প্রেসিডেন্সি মডেল স্কুলের কামরুন্নাহার কলি, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সৌগত বসাক, ভৈরব প্রেসিডেন্সি মডেল স্কুলের আলফি রহমান, ব্লু-বার্ড স্কুলের নিলয় মোল্লা ও ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোবাশ্বিরা।