
ভোলা প্রতিনিধি:

ভোলার দক্ষিণ আইচা থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আক্তার (২০) ও মো. মনির (২৫)। তারা দক্ষিণ আইচা এলাকার বাসিন্দা।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, দক্ষিণ আইচা থানার ঢালচর ইউনিয়নের এক নারীকে গত বছরের ৬ মার্চ মধ্যরাতে ঢালচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভদ্রপাড়া আজাহার মাস্টারবাড়ি–সংলগ্ন মেঘনা নদীর তীরে আসামিরা ধর্ষণ করেন। একই সঙ্গে মোবাইলে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করেন। ওই ঘটনায় দক্ষিণ আইচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে যশোরের মনিরামপুর থেকে মো. আক্তার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে মো. মনিরকে সেখানকার স্থানীয় পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের ভোলায় নিয়ে আসা হয়।
এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
The post ভোলায় দলবদ্ধ ধ*র্ষ*ণ মামলার দুই আসামি গ্রেপ্তার appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.