
৪৬ বছর বয়সী জিহাদ সুলেমান আল-সাওয়াফতা তার পুরো জীবন ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম তীরের বারদালা গ্রামে নিজের খামারে বসবাস করেছেন। কিন্তু ডিসেম্বরে যখন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এসে হানা দেন, তখন আল-সাওয়াফতার জমি এবং জীবিকা আগের চেয়ে কমে যায়।
তিনি সিএনএনকে বলছিলেন, বসতি স্থাপনকারীরা এখানে আরেকজন বসতি স্থাপনকারীকে এনে আমাদের এলাকায় বসিয়েছে। ইসরায়েলিরা আমাদের চারণভূমি এবং… বিস্তারিত